ABP Ananda LIVE: সোনারপুরে বিজেপির জেলা সভাপতির বাড়িতে হামলার অভিযোগ । যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি মনোরঞ্জন জোদ্দারের বাড়িতে হামলা । রেললাইন থেকে পাথর তুলে এনে হামলার অভিযোগ বিজেপি নেতার । ভাঙা হয় জানলার কাচ, ক্ষতিগ্রস্ত হয় বাড়ির দেওয়ালও, অভিযোগ বিজেপি নেতার । ঘটনার পিছনে কে বা কারা? এখনও জানা যায়নি । নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ করেননি বিজেপি নেতা । গতকালই ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিশ